আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: করোনা ও লকডাউন পরিস্থিতিতে কমবেশি সমস্যায় রয়েছেন জণগণ। বেশি সমস্যায় পড়েছেন প্রবাসী শ্রমিকরা। তাদের ঘরে ফেরা এবং কাজ হারানোর সমস্যা ক্রমশ প্রকট হচ্ছে। প্রবাসী এই সমস্ত শ্রমিকদের কাজে নিযুক্ত করার জন্য ১০০ দিনের কাজের জব কার্ড দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার।
সরকারি ঘোষণা অনুযায়ী কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দেওয়া হয়েছে। কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ জন প্রবাসী শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দেন। উপস্থিত ছিলেন মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সাজেন আলী, এক্সিকিউটিভ অফিসার সাইজাদ আলী সহ মুগবসান গ্রাম পঞ্চায়েতের অধিকারিকগণ।