ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোলারে শুরু হলো ছোট সমরাস্ত্রের প্রদর্শনী

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ ডিসেম্বর: “দেশের সুরক্ষার পাশাপাশি মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিশেষ ধরনের ক্ষমতা সম্পন্ন ৩ ইঞ্চির রাইফেল তৈরি করছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি।” স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শুরু হওয়া অস্ত্র প্রদর্শনীতে এসে একথাই জানালেন ব্রিগেডিয়ার বিমলেন্দু মাহাতো।

স্বাধীনতার সময় থেকে স্বাধীনতার ৭৫ তম বর্ষ পর্যন্ত তৈরি বিভিন্ন ধরণের বন্দুক ও বিভিন্ন যুদ্ধাস্ত্র কি ভাবে প্রযুক্তিগত ভাবে উন্নত হয়েছে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং প্রতিরক্ষা বিষয়ে তাদের আগ্রহ বাড়াতে বিভিন্ন অগ্নেয়াস্ত্র ও যুদ্ধাস্ত্রের প্রদর্শনী আয়োজিত হল ইছাপুরে। দেশের ৭৫ তম স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বছরটিকে ‘অমৃত কা মহোৎসব’ হিসেবে পালন করা হচ্ছে। আর সেই উপলক্ষ্যে শুক্রবার ইছাপুর সিকিউএ (এস এ) কন্ট্রোলারে আয়োজিত এই অস্ত্রের প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রদর্শনী দেখতে ভিড় জমালেন। এই প্রদর্শনীতে শুধু বিভিন্ন সময়ের পিস্তল বা বন্দুক না সেইসঙ্গে কারবাইন, রিভারবাল ও ম্যাগজিন-সহ বিভিন্ন বন্দুকের বিভিন্ন মডেলের সম্ভার প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।

এইদিন এই প্রদর্শনীতে এসে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা জানায়, “আমরা খুব খুশি। কারণ এর আগে আমরা এত ধরনের বন্দুক ও যুদ্ধাস্ত্র সামনে থেকে দেখিনি। সেই সঙ্গে আমরা বুঝতে পারলাম কি ভাবে সময়ের সাথে সাথে এই অস্ত্রগুলি আরও নতুন প্রযুক্তি সম্পন্ন হচ্ছে।”

এদিন এই কন্ট্রোল বিভাগের ব্রিগেডিয়ার জানান, “দেশের সুরক্ষার পাশাপাশি মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিশেষ ধরনের ৩ ইঞ্চির রাইফেল তৈরী করছি আমরা। যা মহিলারা তাদের হাতের মুঠোতে খুব সহজেই নিতে পারেন। আর যার ক্ষমতাও অনেক বেশি থাকছে। আর তার সঙ্গেই সারা বিশ্বে ইদানিং অস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় আমাদের দেশেও অস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে। আর বর্তমানে নতুন প্রযুক্তি সম্পন্ন অনেক নতুন মেশিন এসেছে যেগুলির সাহায্যে আমরা অস্ত্রের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে পারছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *