পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুব সমাজের মধ্যে ফুটবল ও স্বাস্থ্য সচেতনতার সঞ্চার ঘটাতে এক বিশেষ উদ্যোগ নিল “মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস”।
শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ শহরের যুবসংঘ মাঠে (জুগনিতলা মাঠ) অনুষ্ঠিত হল একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। এই ম্যাচে অংশগ্রহণ করেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফসি ও মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস একাদশ। আজকের এই হাড্ডাহাড্ডি ফুটবল ম্যাচে মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস একাদশ ৫-২ গোলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফসি’কে হারিয়ে বিজয়ী হয়। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হোন দ্বীপ কুন্ডু ও সেরা গোলকিপার নির্বাচিত হন আইজ্যাক আলি খাঁন।
উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপ-পৌরপ্রধান অনিমা সাহা, পৌরসভার সি.আই.সি তথা কাউন্সিলর সুসময় মুখার্জি, চন্দ্রানী দাস, রাহুল বিষই, মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মুখার্জি, সহ-সভাপতি আবির আগরওয়াল,আব্দুল ওয়াহেদ, জয়ন্ত মাইতি, সঙ্গীত ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
এই ফুটবল ম্যাচের অন্যতম আয়োজক আবির আগরওয়াল জানান, যুবসমাজকে খেলাধুলার মূলস্রোতে ফিরিয়ে আনতে ও নেশামুক্ত এক সুন্দর সমাজ গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।