Shamik, Bjp, GST স্বাস্থ্য বীমা ও জিএসটিতে ছাড়, অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে, দাবি শমীকের

আমাদের ভারত, কলকাতা, ৪ সেপ্টেম্বর: “স্বাস্থ্য বীমা এবং জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে সুতরাং দেশের উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং প্রান্তিক মানুষদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেন, এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক গতি আরও বেশি ত্বরান্বিত হবে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শমীকবাবু বলেন, প্রধানমন্ত্রী কোভিড উত্তরকালে এবং বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে থেকেও ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন। সেই জায়গায় দাড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রীকে বিভিন্ন ভাষায় অসম্মান করছেন।

শমীকবাবু বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ইট, কাঠ, পাথর, বালি, শৌচালয়, কয়লা সমস্ত কিছু নিয়ে দুর্নীতি করেছে। তাই আমাদের রাজ্য থেকে একদিকে শ্রমশক্তি চলে যাচ্ছে, শ্রমজীবী মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছে এবং অন্যদিকে এই রাজ্যে তৈরি করা পুঁজি সেটাও বাইরে চলে যাচ্ছে।

শমীকবাবু বলেন, এই সরকার কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে নেই, পানীয় জলের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা হয়নি। এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের হতে হবে। আর তাই এই সরকারের নির্বাসন দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *