পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: মকরামপুরে বিজেপির মহিলা কর্মীকে ধর্ষণ কাণ্ডে জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সোমবার বিকেলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোয় বিজেপির অনেক নেতা- কর্মীকে আটক করে পুলিশ৷
অন্যদিকে অভিযোগ অনুসারে বিজেপির মহিলা কর্মীকে পরীক্ষা করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ সেখানে পরীক্ষার পরে মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি৷
নারায়ণগড় ব্লকের মকরামপুরে তৃণমূল কার্যালয়ে বিজেপির মহিলা কর্মীকে ডেকে রবিবার যৌন হেনস্তার অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শিটের বিরুদ্ধে।ওই মহিলা ও তাঁর স্বামী লক্ষ্মীকান্ত শিটের বিরুদ্ধে লিখিতভাবে ধর্ষণের অভিযোগ করেন। ঘটনায় ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন৷ অভিযোগ ছিল মহিলার যৌনাঙ্গে পাথরের টুকরো দিয়ে দেওয়া হয়েছিল। ওই মহিলা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপির অভিযোগ, তৃণমূলের লক্ষ্মীকান্ত শিট পার্টি অফিসে ডেকে মুচলেকা নেয় যে তিনি বিজেপি করেন না এই মর্মে। সেই মুচলেকা দিতে গিয়েছিলেন ওই মহিলা। পার্টি অফিসের ভেতরে তার যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। লক্ষ্মীকান্ত সিটকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি নেতা- কর্মীরা। কিন্তু এখনো অভিযুক্ত অধরা থাকায় সোমবার জেলাশাসক দপ্তর অভিযান হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।
সোমবার বিকেলে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যানজট সৃষ্টি হয় কালেক্টরের চত্বরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পাল। পুলিশ রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও দীর্ঘক্ষণ টানাপোড়ন চলে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
অগ্নিমিত্রা পাল বলেন, “আমাদের কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে লক্ষ্মীকান্ত শিট ধর্ষণ করেছে। আমরা আমাদের মেয়ের জন্য প্রতিবাদ জানাতে এসেছি। মেদিনীপুরে সরকারি হাসপাতালে তার রিপোর্ট বিকৃত করা হয়েছে। পুলিশ প্রতিবাদকে দমাতে চাইছে। কিন্তু তারা জানে না এভাবে প্রতিবাদ দমানো যায় না। আমাদের দাবি লক্ষ্মীকান্ত শিটকে অবিলম্বে গ্রেফতার করা হোক। কিন্তু তা না করে তাকে আড়াল করে রেখেছে। তৃণমূল ক্রিমিনালদের আড়াল করতে চায়। পুলিশের কাছে জানতে চেয়েছি কবে তাকে গ্রেফতার করা হবে? পুলিশ উত্তর দিতে পারেনি।”
তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন লক্ষ্মীকান্ত শিট৷ তিনি বলেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা করা হয়েছে৷ আমি পাল্টা অভিযোগ দায়ের করেছি৷