পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ জুন: বিজেপির মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে।
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই জাঁকজমক ভাবে ঢাঁকঢোল পিটিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করল বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পালের নেতৃত্বে বিশালাকার র্যালি বের করে প্রথমে নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা।
সেখান থেকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে যান তারা। সেই সময় নন্দীগ্রামে বিজেপির কর্মীদের সাথে পুলিশের বচসা বাধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামে।