জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুন: দাসপুরের জোতঘনশ্যাম এলাকায় অভিযান চালিয়ে সোমবার সকালে বেশ কয়েকটি বেআইনি মদের ঠেক ভেঙ্গে দিল আবগারি দপ্তরের কর্মীরা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে দেশে মদ তৈরি ও বিক্রয়ের ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছিল তেমনি মদ্যপানের ফলে বহু পরিবার সর্বশান্ত হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। চোলাই মদের এই বেআইনি কারবার বন্ধ করার জন্য স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই আবগারি দপ্তররে অভিযোগ জানিয়ে আসছিলেন। কিন্তু চোলাই মদের কারবারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দেয়।
সোমবার সকাল দশটা নাগাদ দাসপুরের সোনামুই- জোতঘনশ্যাম রাজ্য সড়ক সংলগ্ন খালগোড়া, দিয়াসিপাড়া সহ কয়েকটি গ্রামে চোলাই মদের রমরমা ব্যবসা ও ঠেক বন্ধ করতে আবগারি দপ্তরের কর্মীরা অভিযানে নামেন। সোনামুই জোতঘনশ্যাম ও খালগোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার মদ এবং মদ তৈরির বেশ কিছু সরঞ্জাম নষ্ট করে দেন।