সাথী দাস, পুরুলিয়া, ১৩ আগস্ট: মশা মারতে গাপ্পি মাছ ছাড়া হল পুরুলিয়ার ঝালদা পৌরসভা এলাকায়। বর্ষার জমা জলে হচ্ছে মশার লার্ভা। অন্য দিকে মশা বাহিত রোগ ও ডেঙ্গুর চিন্তা। তাই, ঝালদা পৌরসভার উদোগ্যে এদিন বিভিন্ন ওয়ার্ডের নর্দমা ও ছোট জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়। এদিন ঝালদা পৌরসভা প্রশাসনিক বোর্ডের প্রশাসক নিজেই মাছগুলি ছাড়েন।
প্রশাসক প্রদীপ কর্মকার জানান, মশার উপদ্রপ ও মশাবাহিত রোগ রুখতে ঝালদা পৌর এলাকার বিভিন্ন জমে থাকা জলাশয় নর্দমায় ১৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হল। এই মাছের কাজই হল মশার লার্ভা তথা মশা নিধন। এটাই তাদের খাদ্য। তাই মশার উপদ্রপ ও ডেঙ্গু রুখতেই এই মাছ ছাড়া হল।