সাথী দাস, পুরুলিয়া, ২২ জানুয়ারি: প্রধানমন্ত্রীর ভাবনা ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পুরুলিয়ায় অঙ্কন, আবৃত্তি ও যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। পড়াশোনার পাশাপাশি এই বিষয়ে চর্চা বাড়াতে ও পড়ুয়াদের মানসিক ভাবে চাঙ্গা রাখতে এই বিশেষ উদ্যোগ বলে জানান উপস্থিত সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া শহরের নীলকুঠি ডাঙা ক্লাব প্রাঙ্গণে প্রতিযোগিতার শেষে সফলদের পুরস্কার দেওয়া করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছাড়াও বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাত, পাড়া বিধান সভার বিধায়ক নদীয়া চাঁদ বাউরি, জয়পুর বিধানসভার বিধায়ক নরহরি মাহাত, পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি সহ জেলা বিজেপি নেতৃত্ব।
এদিনই পুরুলিয়া শহরের আমডিহা দুর্গামন্দির প্রাঙ্গণে বিভিন্ন বিষয় ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতায় ৮০০ জন অংশ নেয়। তাঁদের অনেকের ভাবনায় রং তুলিতে ফুটে উঠল নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন মুহূর্তের ছবি। একটি অঙ্কন প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়।