‘ধর্মহীন কার্নিভাল’ বর্জনের ডাক প্রাক্তন উপাচার্যর

আমাদের ভারত, ৮ অক্টোবর: কার্নিভাল বর্জনের ডাক দিলেন প্রাক্তন উপাচার্য তথা প্রবীন শিক্ষাবিদ ডঃ অচিন্ত্য বিশ্বাস। শনিবার তিনি বড় হরফে সামাজিক মাধ্যমে লিখেছেন, “সব চ্যানেল সাংবাদিকদের অনুরোধ, ‘ধর্মহীন আধিপত্যের কার্নিভাল’ বর্জন করুন।”

‘কার্নিভাল’ শিরোনামে অপর পোষ্টে লিখেছেন, “কার্নিভাল কাকে বলে? চৈত্রে গাজন বা জেলেপাড়ার সঙ যেমন। এ হল লোক সংস্কৃতির নির্মাণ। অল্প শিক্ষিতদের নাগরিক অভিধা— তাও ভুলভাল।

ফরাসী ঔপন্যাসিক ফ্রানসিস রাবলের ‘গার্গান্তুয়া প্যান্টাগ্রুয়েল’ পড়ুন। সপ্তদশ শতাব্দীর অনষ্ঠান। ইউরোপে তখন চার্চ বনাম রাষ্ট্র— চলছে। গির্জার চেনা ছককে ভেঙে গণমনের যাচ্ছেতাই! আমার ‘মিখাইল বাখতিন, উপন্যাস তত্ত্ব’ পড়ুন। সবিস্তারে আছে। ভিক্টর হুগোর ‘হাঞ্চব্যাক অফ নোৎরদাম’-এ চমৎকার বিবরণ আছে। এর সঙ্গে পুজোর সম্পর্ক ক্ষীণ।“

প্রসঙ্গত, কার্নিভাল ঘিরে সেজে উঠেছে রেড রোড। বিজয়ার বিষাদ ভুলে কার্নিভ্যালের আনন্দ উপভোগ করতে প্রস্তুত কলকাতা। কার্নিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *