বনগাঁর ১৮ নম্বর ওয়ার্ডে ছাপ্পার অভিযোগ, প্রতিবাদে ইভিএম ও ভোট কর্মীদের আটকে বিক্ষোভ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ ফেব্রুয়ারি: বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ছাপ্পা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ইভিএম ও ভোট কর্মীদের আটকে রেখে বিক্ষোভ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলল নির্দল ও বিজেপি কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশের আশ্বাসে মুক্তি পেল ভোট কর্মীরা।

উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাজারীলাল প্রাথমিক বিদ্যালয়ের বুথে বিকেলে একদল বহিরাগত দুষ্কৃতী ছাপ্পা দিতে আসে বলে অভিযোগ। ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস ও বিজেপি কর্মীরা ছাপ্পা দিতে বাধা দেয়। বাধা দিতেই নির্দল প্রার্থী ও বিজেপি কর্মীদের মারধর করে দুষ্কৃতীরা। এরপর দুষ্কৃতীদের ওই বুথ থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করে এক পুলিশ কর্মী, এমনই অভিযোগে ভোটের শেষে ইভিএম ও ভোট কর্মীদের স্কুল ঘরের গেটের তালা লাগিয়ে আটকে রাখে নির্দল ও বিজেপি কর্মীরা। এই আন্দোলনে শামিল হয় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। দীর্ঘক্ষণ আটকে থাকার পরে বনগাঁর এসডিপিও ও আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে নির্দল ও বিজেপি কর্মীদের আশ্বস্ত করে এবং গেট খুলে দিয়ে ইভিএম ও ভোট কর্মীদের মুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *