Tathagata, BJP, “সবাই ব্যস্ত কেবল দলীয় পদ পাওয়া নিয়ে,” রাজ্য বিজেপিকে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২ নভেম্বর: এসআইআর প্রসঙ্গে সংবাদপত্রে একটি নির্দিষ্ট প্রকাশিত খবরের সূত্র ধরে রাজ্য বিজেপিকে এক হাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “অতীব দুঃখের বিষয় রাজ্য বিজেপিতে ‘প্রচার’ ব্যাপারটা কখনোই প্ৰয়োজনীয় গুরুত্ব পায়নি। সবাই ব্যস্ত কেবল দলীয় পদ পাওয়া নিয়ে“।

তথাগতবাবু লিখেছেন, “….প্রকাশিত খবর অনুযায়ী সুমন হাওলাদার নামক ব্যক্তি, আপাতদৃষ্টিতে হিন্দু, বাংলাদেশে পালাবার চেষ্টা করছিলেন। কারণ তাঁর ধারণা ছিল, যদিও তিনি অনেকদিন আগে এসেছেন, এসআইআর হলে তাঁকে গ্রেপ্তার করবে – যদিও ভারত সরকার স্পষ্ট ঘোষণা করেছে, যেসব হিন্দু ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ভারতে এসেছেন তাঁরা বেআইনী অনুপ্রবেশকারী বলে গণ্য হবেন না।

ভারত সরকারের উচিত, এই ঘোষণাটা টিভি রেডিও এবং খবরের কাগজ মারফত বিশাল আকারে জনসাধারণকে জানানো। এ ব্যাপারে রাজ্য বিজেপির উপরেও দায়িত্ব বর্তায়।” এই বার্তা তথাগতবাবু যুক্ত করেছেন শমীক ভট্টাচার্যর এবং রাজ্য বিজেপি-র এক্সবার্তার সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *