সবাইকে দেখেছেন এবার মোদিজীর নেতৃত্বে বিজেপিকে বাংলায় এনে দেখুন, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ফেব্রুয়ারি: “কংগ্রেসকে দেখেছেন, বামফ্রন্টকে দেখেছেন এবং তৃণমূল কংগ্রেসকেও বাংলার সরকারে দেখেছেন, এবার মোদিজীর নেতৃত্বে বিজেপিকে বাংলায় এনে দেখুন সোনার বাংলা গড়বে বিজেপি।” বিজেপির “সংকল্প সোনার বাংলা” কর্মসূচিতে এসে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে এমনই আবেদন করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল৷

ইসলামপুর শহরের সূর্যসেন মঞ্চে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সংকল্প সোনার বাংলা কর্মসূচিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিজ্রপির শীর্ষ নেতৃত্ব।

সূর্যসেন মঞ্চে কর্মসূচি শুরুর আগে ইসলামপুর শহরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকে নিয়ে একটি র‍্যালিও করে বিজেপি। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আজকের এই সংকল্প সোনার বাংলা কর্মসূচিতে অংশগ্রহন করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিক সম্মেলনে বলেন, এরাজ্যের সরকার লক্ষ লক্ষ কৃষককে চরম বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকারের কিষান সন্মান নিধি চালু না করে। বাংলায় বিজেপিকে এনে স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়া প্রয়োজন। মন্ত্রী এও বলেন, বাংলায় শান্তি নেই, শান্তি ও সংস্কৃতি বজায় রাখতেই বিজেপি বিধানসভা নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করবে।

তবে বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কিন্তু ধোঁয়াশা জিইয়ে রাখলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন তা ঠিক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীর ইস্তফা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তৃণমূলের কর্পোরেট রাজনীতি ও দলীয় কোন্দলের কারনেই দীনেশ ত্রিবেদী পদত্যাগ করেছেন। বিজেপিতে এলে তাঁকে স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *