সবাই ভ্যাক্সিন নিন, সিনেমা দেখতে যান, বললেন দেব

শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বর : “বাবুল দার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। দল পরিবর্তন করা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। কেন দল পরিবর্তন করলেন সেটা তিনিই ভালো বলতে পারবেন।” সোমবার দার্জিলিং থেকে কলকাতা ফেরার পথে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান সাংসদ তথা অভিনেতা দেব।

গত দশ দিন ধরে শৈলরানী দার্জিলিংয়ে নিজের পরবর্তী সিনেমা কিসমিসের শ্যুটিং সেরেছেন দেব। মাঝে বৃষ্টি হলেও বাকি সময়ে খুব ভালো আবহাওয়া থাকায় সময়মতো শ্যুটিং শেষ করতে পারা গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন দুপুরেই বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে রাজ্য রাজনীতির সব থেকে চর্চিত বিষয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে সেভাবে মুখ খুললেন না অভিনেতা দেব।

তবে পুজোর আগে তার আরও দুটো ছবি “গোলন্দাজ” ও “হবুচন্দ্র রাজার গোবু চন্দ্র মন্ত্রী” রিলিজ হবে। সেজন্য দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে সিনেমা দেখতে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তিনি বলেন, “সবাই ভ্যাক্সিন নিন। সিনেমা দেখতে যান।” পাশাপাশি তিনি বলেন, “পাহাড় ও সমতল, শিলিগুড়ির মানুষ খুব শ্যুটিং প্রেমী। পাহাড়ের মানুষ শ্যুটিংয়ে খুব সহযোগিতা করেছে।” নভেম্বরে ফের শ্যুটিং করতে পাহাড়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *