“প্রত্যেকটা জয়ী প্রার্থীই চেয়ারম্যান হবার যোগ্য”, তৃণমূল সভাপতির এমন বক্তব্য ঘিরে শোরগোল বালুরঘাটে, বিড়ম্বনায় নেতা-কর্মীরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ মার্চ: “প্রত্যেকটা জয়ী প্রার্থীই চেয়ারম্যান হবার যোগ্য”, বিজয় মিছিল থেকে তৃণমূল সভাপতির এমন বক্তব্য ঘিরে জোর শোরগোল দক্ষিণ দিনাজপুরে। বুধবার দুপুরে বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি ওয়ার্ডেরই দখল নেয় তৃণমূল। যার পরেই প্রবল উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে ওঠে তৃণমূল নেতা কর্মীরা। জয়ী প্রার্থী ও উচ্ছ্বসিত নেতা কর্মীদের নিয়ে সবুজ আবীর মেখে পুরসভার সামনে দিয়ে একটি মিছিলও করে তৃণমূল নেতৃত্বরা। যার পুরোভাগে থেকে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক। অনান্যদের মধ্যে হাজির ছিলেন যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার, সুভাষ চাকী, রাকেশ শীল সহ অনান্য নেতৃত্বরা। যে সময় সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়েই এমন মন্তব্য করেছেন জেলা তৃণমূল সভাপতি। যাকে ঘিরেই যেন কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে দলীয় নেতা কর্মীদের মধ্যে।

উল্লেখ্য, পুরভোটের আগেই বালুরঘাট শহরে চেয়ারম্যান পদের দাবিদার নিয়ে কিছুটা জল্পনা ছড়িয়েছিল। যেখানে ওই পদের দাবিদার হিসাবে নাম উঠে এসেছিল বেশ কয়েকটি মুখের। যার মধ্যে দলের অন্যতম পুরনো মুখ হিসাবে উঠে আসে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিপ্লব খাঁর নাম। তালিকায় অপর অন্যতম নাম হিসাবে উঠে আসে বিজেপির রাজ্য সভাপতির খাসতালুক ২২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়া তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর পুত্রবধু প্রদীপ্তা চক্রবর্তীর নাম। একই সাথে সেই তালিকায় জায়গা পায় ১১ নম্বর ওয়ার্ডের শিক্ষক বিপুল কান্তি ঘোষের নামও। তবে এদিন ফলাফল প্রকাশ হতেই সামনে এসেছে আরো দুটি নাম। যারা শহরে বিরোধীদের বিপুল ভোটে পরাজিত করেছেন। যার মধ্যে প্রথম সারিতে রয়েছেন ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনুশ্রী মহন্ত। যিনি ১০৫৪ ভোটে বিরোধী প্রার্থীকে পরাজিত করেছেন। দ্বিতীয় সর্ব্বোচ্চ তালিকায় রয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডের মহিলা প্রার্থী দীপান্বিতা দেব সিংহ। যিনি তার নিকটতম বিরোধী প্রার্থীকে পরাজিত করেছেন ৮৬৮ ভোটে। এসব জল্পনাকে ছাপিয়ে জেলা তৃণমূল সভাপতির এদিনের এমন বক্তব্যে যেন কিছুটা বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল নেতা কর্মীরা। তবে কি এসবের ঊর্ধ্বে কিছু ভাবছেন দলীয় নেতৃত্বরা সেই প্রশ্নও এখন ঘুরপাক খেতে শুরু করেছে গোটা বালুরঘাট শহরে।

জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক বলেন, চেয়ারম্যান ঠিক করবার বিষয় দল ভাববে। তবে তার মতে জয়ী প্রত্যেকটা প্রার্থীই চেয়ারম্যান হবার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *