শীতের সময় প্রতিবারই মুখ্যমন্ত্রী বেড়াতে যান, এবার দিল্লিতে যাবেন, আসলে উনি পালিয়ে বেড়াচ্ছেন: দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চ থেকে শিক্ষা মন্ত্রীকে কুনাল ঘোষের ফোন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া জবাব দিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে লড়াই করছেন। মহিলারা মাথা ন্যাড়া হয়ে বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছেন। তবুও মুখ্যমন্ত্রীর বা এই সরকারের টনক নড়ছে না।

দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন টাকার জন্য, রাস্তায় হাঁটছেন, অথচ যারা বঞ্চিত, যারা এতদিন ধরে লড়াই করছেন, তাদের সম্মান নেই। আসলে কুনাল ঘোষ সরকারের চাপ কমাতে সেখানে যেতে পারেন এবং ফোন করতেই পারেন। চাকরি প্রার্থীরা জানিয়ে দিয়েছেন, আলোচনা নয়, তাদের চাকরি চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের চাকরি দেওয়া উচিত। এরপর সাংবাদিকরা বলেন, সৌগত রায় বলছেন আন্দোলনকে নাটকীয়তার রূপ দিতেই মহিলারা মাথা কামিয়েছেন। এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, সৌগত রায় কী বলছেন তাতে কী যায় আসে? তার কথা কেউ শোনে না। তারা মুখ্যমন্ত্রীর কাছে চাকরি চাইছেন এবং তাদের চাকরি দেওয়া উচিত।

সাংবাদিকরা বলেন, কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেখা না করলে ওই দিনই অর্থাৎ ১৮ ডিসেম্বরে রাজধানীর পথে রওনা দেবেন তারা। দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী তো শীতের সময় প্রতিবারই বেড়াতে যান। যেমন উত্তরবঙ্গে গেছেন, দিল্লিতেও যাবেন। কিন্তু রাজ্যে যে আগুন জ্বলছে তার কী হবে? আসলে উনি পালিয়ে বেড়াচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *