রাজেন রায়, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: ফের দ্বিতীয় বার প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েই চালিয়ে খেলতে শুরু করলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। বাংলার প্রত্যেকটি রাজনৈতিক খুনের সিবিআই তদন্ত হওয়া উচিত বলে রবিবার বিস্ফোরক দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন গোঘাট রেল স্টেশনের কাছে গণেশ রায় নামে এক বিজেপি কর্মীর অপমৃত্যু প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলায় এই মুহূর্তে খুনের ও সন্ত্রাসের রাজনীতি চলছে। বাংলায় যেভাবে মারাত্মক রাজনৈতিক হিংসা চলেছে এবং যেভাবে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে, তার তদন্তে সিবিআই সহ অন্যান্য এজেন্সি গুলি আরও সক্রিয় হয়ে ওঠা উচিত।
এদিনের সাংবাদিক সম্মেলনে সাংসদ অধীর চৌধুরী দাবি করেন, বাংলায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতি হিংসা খুনোখুনি মারামারি চলছে। তৃণমূল ক্ষমতার আসার পর থেকে এই রাজনৈতিক হিংসা আরো ব্যাপক আকার নিয়েছে। কোনও রাজনৈতিক দল যদি মনে করে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা বিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের খুন করবেন বা খুন করে গাছে টাঙিয়ে দেবেন, তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, যে কোনও রাজনৈতিক খুনই সুস্থ রাজনীতির পক্ষে সঠিক নয়। একজন গণতান্ত্রিক দেশে জনপ্রতিনিধি হিসেবে আমি এই ধরনের প্রতি হিংসা খুনোখুনির রাজনীতির বিরোধিতা করছি। তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেও বলেন, ভোটব্যাঙ্কের অঙ্কে সুশান্ত সিং রাজপুত হত্যা মামলায় রিয়া চক্রবর্তীর বাড়িতে কতটা গাঁজা পাওয়া গেল, সেই তদন্ত সিবিআইকে দিয়ে না করিয়ে বরং কেন বাংলায় তাদের একের পর এক তাদের কর্মী খুন হচ্ছে সেটার তদন্তে সিবিআইকে লাগানো উচিত।