অবশেষে বহরমপুরে প্রবেশ করল পরিবর্তন যাত্রার রথ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ ফেব্রুয়ারি: সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অবশেষে দীর্ঘ পাঁচ ঘন্টা পর পুনরায় যাত্রা শুরু হয়ে বহরমপুরে প্রবেশ করল পরিবর্তন যাত্রার রথ। সোমবার বহরমপুরের খাগড়া এলাকায় দশমুন্ডু কালিবাড়ি মাঠে জনসভা করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, রথ আটকানোর প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। কান্দি, রঘুনাথগঞ্জ, নওদা সহ একাধিক জায়গায় বিজেপির পক্ষ থেকে এই অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সোমবার দুপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে বহরমপুর বিধানসভা এলাকায় প্রবেশ করে পরিবর্তন যাত্রার রথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *