স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১ সেপ্টেম্বর: গত সোমবারের মতো শুক্রবারের পূর্ণ লকডাউনকে সম্পূর্ণভাবে সমর্থন করে উত্তর দিনাজপুর জেলার মানুষ লকডাউন পালন করেছেন।
মানুষের এই সচেতনতার ছবিই ফুটে উঠল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে। রাজ্য সরকারের ডাকা সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার উত্তর দিনাজপুরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারন সচেতন মানুষ। এদিনও জেলা সদর রায়গঞ্জ শহরে সম্পূর্ণভাবে লকডাউন মেনে চলছেন সাধারন মানুষ। কোথাও কোনও বাজার বা দোকানপাট খোলেনি, রাস্তায় নেই কোনও যানবাহন। খুব প্রয়োজন ছাড়া মানুষকে বের হতে দেখা যায়নি।
লকডাউন সফল করতে জেলা পুলিশ প্রশাসন তৎপর।
শহরজুড়ে পুলিশের টহলদারি। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের রাস্তাঘাট একেবারেই শুনশান। সম্পূর্ণভাবে লকডাউন সফল করতে পুলিশ তৎপরতা চোখে পড়ার মতো। চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া যেসব মানুষ মোটরবাইক নিয়ে বা পায়ে হেঁটে শহরে বেড়িয়েছেন তাদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষ প্রশাসনের শুক্রবারের সম্পূর্ণ লকডাউনকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা, পুর পরিষেবার সাথে যুক্ত থাকা দুএকটি যানবাহন রাস্তায় বের হতে দেখা গিয়েছে। তবে জেলার বাসিন্দারা খুবই সচেতনতার সাথে সরকার ও প্রশাসনের সাথে সহযোগিতা করেই পূর্ণ লকডাউনকে মান্যতা দিয়ে নিজেরা ঘরে থেকে করোনার চেন কে ভেঙে ফেলার শপথ নিয়েছেন এটা বলাই যায়।