স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুলাই: নদিয়ার শান্তিপুরে এক যুবতী অভিযোগ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর আইনি মতে বিয়ে হলেও, স্বামী তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন না। অভিযুক্ত সঞ্জয় দাসের সঙ্গে আইনি বিয়ে হওয়ার পর মন্দিরেও বিয়ে সম্পন্ন হয়। শ্বশুরবাড়িতে ওঠার পর কয়েকদিনের মধ্যেই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
যুবতীর দাবি, সঞ্জয়ের ভাই সুজয় দাস সিভিক ভলান্টিয়ার পদে রয়েছেন এবং সেই প্রভাব খাটিয়ে বার বার হুমকি দিচ্ছেন। তাঁর আরও অভিযোগ, স্বামীর পরিবার পরিকল্পিতভাবে তাঁকে অবহেলা করছে এবং এই কাজের পেছনে তাদেরই ইন্ধন রয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শান্তিপুর বেলঘড়িয়া খাপড়া ডাঙা এলাকায় সঞ্জয়ের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী। তাঁর প্রশ্ন, “সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন আমার জীবন নষ্ট করা হল?” তিনি এর বিচার চান এবং জানান, যদি তাঁকে গ্রহণ না করা হয়, তবে তিনি এই ভাবেই অনশন চালিয়ে যাবেন। ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।