স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ অক্টোবর: আমাদের আসন সংখ্যা শূন্য হলেও আমরা মানুষের সাথেই আছি। সেই জন্য শান্তিপুরের মানুষ আমাদেরকেই নির্বাচিত করবে। আজ রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে শান্তিপুর উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করতে এসে একথা বললেন সিপিএম প্রার্থী সোমেন মাহাত।
প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর শান্তিপুরের উপনির্বাচন। এদিন রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন পত্র দাখিল করেন শান্তিপুর উপনির্বাচনের সিপিএম প্রার্থী সোমেনবাবু। কংগ্রেস, সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, যে আমাদের তরফ থেকে কংগ্রেসকে আবেদন করা হবে তারা যেন শান্তিপুরে প্রার্থী না দেয়। গত ২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিল সিপিএম। সে কথা স্মরণ করিয়ে তিনি বলেন, শান্তিপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করতে শান্তিপুরের মানুষ সিপিএম প্রার্থীকেই নির্বাচিত করবে।

