পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: বেপাত্তা শেখ শাহজাহান। রাজ্য পুলিশের ওপর ভরসা করতে না পেরে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টও এবার আর ভরসা রাখতে পারেনি রাজ্য পুলিশের উপর। তাই তাকে খুঁজতে তদন্তভার গেল সিবিআই-এর হাতে। এদিকে, সিবিআই মাঠে নামতেই আসরে নেমেছে বিরোধীরা। এ প্রসঙ্গে সাংসদ দিলীপ ঘোষের দাবি, যে কাজ পুলিশের করার কথা তা এখন সিবিআইকে করতে হচ্ছে।
বিজেপি সাংসদের দাবি, “একাধিক দুর্নীতির তদন্ত রাজ্য সরকার চেপে দিয়েছিল বলে সিবিআই করছে।” তিনি এও বলেছেন, “এই পাপ যদি ওরা আগে বিদায় করত তাহলে সিবিআই-এর মুখ দেখতে হত না ওদের।” তবে দিলীপ ঘোষের এও মনে হয়েছে যে, শাহজাহানকে গ্রেফতার করতে যদি পুলিশ সিবিআইকে সাহায্য না করে তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা কিছুই করতে পারবে না। দিলীপবাবু বলেন, “আমরা আশা করব পুলিশ সিবিআইকে সহযোগিতা করবে।”
প্রসঙ্গত, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত গতকাল নির্দেশ দিয়েছেন, হাইকোর্টের নির্দেশ, পুলিশ ও সিবিআই-কে নিয়ে যৌথ ‘সিট’ (SIT) গঠন করতে হবে। সেই টিম তদন্ত করবে। ন্যাজাট থানা তদন্তে অংশ নিতে পারবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। গত ৫ জানুয়ারি ঘটনার পর এই ন্যাজাট থানাতেই পরপর দুটি এফআইআর দায়ের হয়। ঘটনার পর যে দুটি এফআইআর দায়ের হয়, সেগুলিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল ইডি। দুটো মামলার ক্ষেত্রেই সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত।