জেলে গেলেও মু়খ্যমন্ত্রী চাই পাহাড়ের শুভাকাঙ্খী মমতাকেই, ঘোষণা গুরুংয়ের

রাজেন রায়, কলকাতা, ২১ অক্টোবর: তিন বছর ফেরার থেকেও নিজেকে পুলিশের হাতে আত্মসমর্পণ করে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। বুধবার বিকেলে কলকাতায় এসে একুশের ভোটে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন গোর্খা জনমুক্তি মোর্চার পলাতক নেতা গুরুং। কলকাতার একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রথমে এদিন বিকেলে ঝাড়খন্ডের নম্বর প্লেটের গাড়িতে কলকাতা এসে সল্টলেকের গোর্খা ভবনে আসা নিয়ে জল্পনা শুরু হয়। এর কিছু পরেই ঘোষণা হয়, তিনি সাংবাদিক সম্মেলন করতে চান। ঘোষিত সেই সাংবাদিক সম্মেলনে গোর্খাল্যান্ড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের বিরুদ্ধে। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একুশের বিধানসভা নির্বাচনে মমতার পাশে থেকেই লড়তে চান, একথাও স্পষ্ট করে দেন তিনি।

তিনি জানান, রাজ্যের আইনশৃঙ্খলাকে মর্যাদা দিয়ে তিনি জেলে যেতেও প্রস্তুত। কিন্তু ৬ বছর কেটে গেলেও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি পূরণ করেছিলেন। আজ তাই আমি বলছি, এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই। আর একুশের ভোটে আমরা তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ব। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই। এবার একুশের ভোটে বিজেপিকে কড়া জবাব দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *