মায়ের মৃত্যুর পরেও কর্তব্যে অবিচল দেশের প্রধানমন্ত্রী, বাতিল হচ্ছে না কোনো কর্মসূচি

আমাদের ভারত, ৩০ ডিসেম্বর:
মাকে হারিয়েও কর্তব্যে অবিচল দেশের প্রধানমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রীর বাংলা সফর বাতিল হলেও বন্ধ হচ্ছে না পূর্ব ঘোষিত কর্মসূচি। প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘোষিত প্রকল্পগুলি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী, ভার্চুয়ালি যোগ দেবেন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও।

যে রাজ্যগুলির উপর দিয়ে গঙ্গা নদী গিয়েছে তার মুখ্যমন্ত্রীদের নিয়ে জাতীয় গঙ্গা বৈঠকে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গের শামিল হওয়ার কথা। সেখানে পৌরহিত্য করার কথা প্রধানমন্ত্রীর। সশরীরে না পারলেও ভার্চুয়ালি এই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রদ্ধা হীরাবেন মোদীর প্রয়ানে গভীর শোক প্রকাশ করছি। আজ ভোরে আমেদাবাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য, আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন।” শোক বার্তায় শকস্তব্ধ প্রধানমন্ত্রীকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খবর পাওয়া মাত্রই আজ ভোরেই আমেদাবাদে পৌঁছে যান প্রধানমন্ত্রী। তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি কর্মসূচি বাতিল হবে। কিন্তু ঘোষণা করা হয় সরাসরি প্রধানমন্ত্রী আসতে না পারলেও পরিকল্পনা যা ছিল তেমনি বাস্তবায়িত হবে। কলকাতার সব কর্মসূচি নির্দিষ্ট সময় শুরু হবে। মোদী সেগুলোতে ভার্চুয়ালি থাকবেন।

মোদীর সফর ঘিরে প্রস্তুতি ছিল তুঙ্গে। সকাল থেকে হাওড়া স্টেশনে জড়ো হয়েছিলেন বিজেপির হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর উৎসবে কোনো ত্রুটি ছিল না । মোদীর ছবির মাস্ক পরে পতাকা হোর্ডিং সাজিয়ে দলীয় কর্মীরা উপস্থিত হয়েছিলেন মোদীকে স্বাগত জানাতে। কিন্তু শেষমেষ মোদীর সফর বাতিল ঘোষণা হয়েছে। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন সমস্ত কর্মসূচিতেই প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *