স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ অক্টোবর: মাল নদীতে বিপর্যয়ের পরেও শিক্ষা নিল না প্রশাসন। এবার দুর্গাপূজার কার্নিভালে গরুর গাড়িতে প্রতিমা নিয়ে যাওয়ার সময়ে গরু ক্ষেপে দড়ি ছিঁড়ে বেড়িয়ে বিপত্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। ঘটনায় মারা গেছে একজন আহত কমপক্ষে ৩০ জন। আহতদের তড়িঘড়ি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ শহর জুড়ে।

উল্লেখ্য, রায়গঞ্জ শহরের অনুশীলনী ক্লাব গরুর গাড়িতে প্রতিমা সাজিয়ে কার্নিভালে অংশগ্রহণ করেছিল। প্রথমদিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তী সময়ে মানুষের ভীর, বিভিন্ন ধরনের আওয়াজ ও লাইটের প্রভাবে দুটি গরু বার বার দড়ি ছিঁড়ে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে প্রতিমা উল্টে দিয়ে গরু দুটি এদিক-ওদিক দৌড়তে শুরু করে। ভয়ে লোকজনও ছোটাছুটি করতে থাকে।

এই ঘটনায় কার্নিভাল দেখতে আসা বহু মানুষ আহত হয়। গরুর গুঁতো ছাড়াও অনেকে পড়ে গিয়ে আহত হন। তাদের পাড়িয়েই মানুষ ছোটাছুটি করতে থাকে। ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়। গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলের সিসিইউতে সাধন কর্মকার নামে ষাটোর্ধ এক ব্যক্তিকে ভর্তি করা হয়, পরে তিনি মারা যান।

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও রায়গঞ্জের পুলিশ সুপার মহঃ সানা আখতার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন।


