পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১১ মে: মেদিনীপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সেখপুরা মৌজায় সাধারণ মানুষজন প্রায় ৫০-৬০ বছর ধরে রায়তি জায়গার উপর বসবাস করছেন। অথচ সেই এলাকার সাধারণ বাসিন্দাদের রেকর্ড হচ্ছে না, এমনই দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক অফিসে বিক্ষোভ ও উপ জেলাশাসককে ডেপুটেশন ওই জমিতে বসবাসকারী মানুষজন।
তাদের অভিযোগ, প্রোমোটারদের জমি রেকর্ড হয়ে যাচ্ছে মোটা টাকার বিনিময়ে, অথচ এলাকার যারা আদি বাসিন্দা, BLROর দপ্তরে ঘুরেও ঘুরেও কোনো সুরাহা আজ পর্যন্ত করতে পারেননি। গতকাল এলাকার কাউন্সিলর মৌ রায় নিজেও দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ৭ দিন পর তাঁদের রেকর্ডের বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানান মৌ রায়।