নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ সেপ্টেম্বর: পিএম কেয়ার ফান্ডের জন্য রাজ্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আফজল চাঁদ। কোবিড পরিস্থিতিতে এখনও অসহায় সাধারন মানুষ। প্রতিদিন মারন ভাইরাসে প্রাণ হারাচ্ছেন সাধারন মানুষ। তাই সাধারন মানুষের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আলি আফজল চাঁদ।
তবে এই উদ্যোগ প্রথম নয়। দুদিন আগেই দিল্লিতে পিএম কেয়ার ফান্ডে অর্থদান করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। সংগঠন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে মোট ১০ লাখ ৫১ হাজার ৭৮৬ টাকা তুলে দিয়েছেন পিএম কেয়ার ফান্ডে দেওয়ার জন্য। প্রফেসার শাহিদ আখতার, মহম্মদ আফজলের নেতৃত্বে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা দেখা করে অর্থ দান করেছেন। গোটা দেশথেকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা এই অর্থদান করেছেন। ভবিষ্যতেও যাতে অর্থদান করা যায় তার জন্য উদ্যোগ নেওয়াহবে বলে নাড্ডাকে জানিয়েছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা।