আমাদের ভারত, ১২ এপ্রিল: “আমাদের সরকার থাকাকালীন বাংলার একটি মানুষকেও ভাতে মারার দুঃসাহস কেন্দ্রীয় সরকার দেখাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।” শনিবার সোদপুরে এক প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, “এরা আগেও চেষ্টা করেছে। গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে। প্রায় ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডার। ১০-১৫ জন ভুল করেছে, ৬০ লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। বাড়ির ক্ষেত্রে যদি ১০০০ জন ভুল করে থাকে, তাহলে ১০০০ জনকেই শাস্তি দিতে হবে। আপনি ১০০০ জনের জন্য ১৭ লক্ষের বাড়ি আটকে রাখতে পারেন না।
অভিষেক বলেন, ১৭ লক্ষ কম বলছি। খালি আবাস আর আবাস প্লাসের কথা বলছি শুধু। প্রকৃত সংখ্যা প্রায় ৫০ লক্ষ। ৫০ লক্ষের বাড়ির টাকা কেন্দ্র আটকে রেখেছে। স্বাস্থ্য ক্ষেত্রে কত টাকা দিয়েছে কেন্দ্র? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন শ্বেতপত্র প্রকাশ করতে যে অন্য রাজ্য কত টাকা পাচ্ছে, আর বাংলা কত পাচ্ছে।
অভিষেক বলেন, “আমি যখন ডায়মন্ড হারবারে ২০২৪ সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, আমি যাতে সেটা না করতে পারি, তার জন্য আয়কর কর্তৃপক্ষকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখাতে।”
অভিষেক বলেন, “১২ লক্ষ মানুষকে নিখরচায় চিকিৎসা, অস্ত্রোপচার, পরীক্ষার ব্যবস্থা করতে সেবাশ্রয় প্রকল্পও যাতে না করতে পারি, তাতেও চিঠি করানো হয়, যাতে পিছিয়ে যাই আমি।”
“শুধু ভোটে জেতা লক্ষ্য নয়, মানুষের সেবায় নিজেদের যুক্ত করতে হবে“। দলের নেতাদের এই বার্তা দিয়ে অভিষেক বলেন, “যাদের কাজ কুৎসা করা, তারা করবে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যেতে হবে।”