আমাদের ভারত, বালুরঘাট, ২৪ ডিসেম্বর: বালুরঘাটে মেয়ে সেজে পথ চলতি মহিলাদের কটুক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি যুবকদের। প্রতিবাদীকে মারধর দিতেই অভিযুক্ত মহিলাবেশীদের লাঠিপেটা করলো পুলিশ। সোমবার রাতে বালুরঘাট শহরের টাউনক্লাব মোড় সংলগ্ন এলাকার ঘটনা। মহিলা বেশধারী ওই যুবকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জোড়ালো দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
জানাযায়, রোজকার মতো সোমবার রাতেও একদল যুবক মেয়ের সাজে এলাকায় বসে পথ চলতি যুবতীদের কটুক্তি ও ইভটিজিং করছিল বলে অভিযোগ। বেশকিছুদিন ধরে এমন ঘটনা চাক্ষুষ করতেই যার প্রতিবাদ জানান স্থানীয় এক বাসিন্দা। আর যার পরেই পাল্টা ওই ব্যক্তিকে মারধর শুরু করে মেয়ে সেজে থাকা ওই অভিযুক্ত যুবকরা। ঘটনার জেরে এলাকায় একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। গাড়ি থেকে নেমেই অভিযুক্তদের লাঠিপেটা করে পুলিশ। জানা যায়, বেশকিছুদিন ধরে টাউন ক্লাব সংলগ্ন এলাকায় বসে থেকে মেয়ের সাজে একদল যুবক পথ চলতি যুবতীদের কটুক্তি করছিল বলে অভিযোগ। যাদের অত্যাচারে একপ্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার বাসিন্দারা। এখানেই শেষ নয়, মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতেও অশ্লীল পোষ্ট দেখা যায় ওই যুবকদের। ইভটিজিং করবার জন্য ওই যুবকদের এমন নতুন কৌশলে তিতবিরক্ত হয়ে উঠেছেন স্থানীয়রা। অবিলম্বে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন বাসিন্দারা।
স্থানীয় এক বাসিন্দা গৌতম বিশ্বাস জানিয়েছেন, এলাকায় এক দল যুবকের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ। মেয়ের সাজে পথ চলতি যুবতীদের কটুক্তি করত তারা। নানা অশ্লীল অঙ্গভঙ্গীও করেন তারা। যার প্রতিবাদ করায় ওই ব্যক্তিকে মারধর করেছে তারা। এমন ঘটনায় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।