Bhatpara রাতের অন্ধকারে ভাটপাড়ায় উচ্ছেদ অভিযান, ক্ষোভবিজেপির

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলছে সরকারি জমি দখল মুক্ত করার কাজ। বিভিন্ন পৌর সভার তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় রাতের অন্ধকারে চললো সরকারি জমি দখল মুক্ত করার কাজ। রবিবার রাতে আচমকা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের উপস্থিতিতে ভাটপাড়া পৌর কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে ভেঙ্গে দিলো সরকারি জমিতে থাকা অবৈধ নির্মাণ। কিন্তু রাতের অন্ধকারে উচ্ছেদকরা নিয়ে উঠেছে প্রশ্ন।

বিজেপির তরফ থেকে রবিবার সন্ধ্যায় এই উচ্ছেদের বিরোধিতা করে এক সভা করা হয়। সেখানে উপস্থিত ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান যে তারা সোমবার থেকে এই উচ্ছেদ এর বিরোধিতায় পথে নামবেন। তাই এই বিরোধিতার থেকে বাঁচতে রাতের অন্ধকারে তড়িঘড়ি ভাটপাড়ায় চললো উচ্ছেদ অভিযান, দাবি রাজনৈতিক মহলের। যদিও ভাটপাড়া পৌর সভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষের দাবি, সকালে এই এলাকায় গাড়ি বন্ধ রেখে ভাঙ্গার কাজ করা সম্ভব নয়, তাই রাতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ওপর দিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর পাল্টা দাবি, বিধায়ক দাঁড়িয়ে থেকে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে যে উচ্ছেদ অভিযান করছেন এবার ওনার বাড়িতেও রেলের তরফ থেকে বুলডোজার চলবে, কারন সোমনাথ শ্যাম এর বাড়ি, অফিস রেলের জায়গায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *