সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি: লোকনাথ বাবা ও শিবের মন্দির এবং শিবলিঙ্গ- এর প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ পোয়াবাগানে বাস্তুযজ্ঞ আয়োজন করা হয়। সকালে শতাধিক মঙ্গলঘট সহ বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে।মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন মহাযজ্ঞ সহ বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়। এই উপলক্ষে সারা পোয়াবাগানে উৎসবের পরিবেশ লক্ষ্য করা যায়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, পালা কীর্তন, নরনারায়ণ সেবা সহ তিন দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

