১৮ বছর বেতন না বাড়ায় পরিষেবা জারি রেখেই অবস্থান বিক্ষোভে রাজ্য হাসপাতালের ইআরএস কর্মীরা

রাজেন রায়, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: ১৮ বছর ধরে তাদের বেতন বাড়েনি। তা সত্ত্বেও পরিষেবা বন্ধের হুমকি কখনই দেননি তারা। কিন্তু সম্প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই বেতন তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে। সেই কারণে বুধবার পরিষেবা জারি রেখেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করলেন ইআরএস কর্মীরা। প্রায় ৯০০ জন এদিন বিক্ষোভ দেখান এসএসকেএম হাসপাতালেও।

সূত্রের খবর, রাজ্যের সরকারি হাসপাতালে মোট ৩০০০ এর বেশি রয়েছে ইআরএস কর্মী রয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ধরে মুমূর্ষ রোগীর সংস্পর্শের প্রতিনিয়ত নিরলস পরিশ্রমের মাধ্যমে পরিষেবা দিয়ে চলেছেন, কিন্তু বেতন বাড়েনি। পিএফ কেটে, এস আই কেটে তারা ২৬ দিনের বেতন বিসেবে হাতে পান ৭,৩৪৯ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অসহনীয় হয়ে উঠেছে।

সব বিভাগে বেতন বাড়লেও তাদের বাড়েনি। ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়িতে বেতন বাড়ানোর আর্জি নিয়ে চিঠি দিয়ে আসেন তাঁরা। তার পরেও তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ রাজ্য প্রশাসনের তরফে না নেওয়ায় বাধ্য হয়ে এ দিন শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। তবে তাদের বিক্ষোভের কারণে স্বাস্থ্য পরিষেবার কোনও সমস্যা হোক, চান না। সেই কারণে পরিষেবা জারি রেখেই তারা এ বিক্ষোভ শুরু করেছেন। রাজ্য প্রশাসনের তরফে আশ্বাস পেলে তবে এই বিক্ষোভ তারা তুলবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *