আমাদের ভারত, ২০ সেপ্টেম্বর: চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীদের উপর মুহুর্মুহু হামলা ঘটনা হয়েছে।
করোনার মত মহামারীর সময়েও দেশের বিভিন্ন জায়গায় এই ধরণের ঘটনা ঘটতে দেখা গেছে। এবার এই বিষয়ে বড়োসড়ো পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। শনিবার রাজ্যসভায় পাস হলো এপিডেমিক ডিজিজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২০।
এই আইন অনুযায়ী করোনার সময় যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কাজ করছেন তাদের হামলা হলে অপরাধীদের কমপক্ষে ৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। একইসঙ্গে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শনিবার রাজ্যসভায় বিলটি আনেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এটিকে গত এপ্রিল মাসেই অর্ডিন্যান্স হিসেবে জারি করা হয়েছিল। এই বিল পাশের ফলে করোনা চলে গেলেও এই ধরনের কোনো পরিস্থিতিতে এই আইন লাগু থাকবে।
এই আইনের আওতায়ধীনরা হলেন চিকিৎসক-নার্স, প্যারামেডিকেল কর্মী, কমিউনিটি হেলথ ওয়ার্কার ছাড়াও অতিমারি নিয়ন্ত্রণে যারা যুক্ত তারা। এছাড়াও কোন ক্লিনিক, কোরেন্টাইন সেন্টার, আইসোলেশন সেন্টার, মোবাইল মেডিকেল ইউনিট ছাড়াও অন্যান্য যেসব ক্ষেত্রের সঙ্গে স্বাস্থ্যকর্মীরা যুক্ত সব ক্ষেত্রেই ভাঙচুর হলেও এই আইনের আওতায় শাস্তি পেতে হবে অপরাধীদের।