আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: করোনার প্রকোপ পড়ল এবার মধ্যবিত্তের প্রধান সঞ্চয়ে। ইপিএফওতে আপাতত কমছে সুদের হার। তবে ডিসেম্বরের মধ্যে বাকি থাকা সুদের হার মেটানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী।
বুধবার কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত ৮.১৫ শতাংশ করে সুদ দেওয়া হবে পিএফে। ২০১৯-২০ অর্থবর্ষে পূর্বনির্ধারিত সুদের হার নির্ধারিত ছিল ৮.৫০ শতাংশ। তবে আগে নির্ধারিত সুদের হার সবসময়ের জন্য কম করা হচ্ছে না। সাময়িকভাবে কমানো হচ্ছে সুদের হার। করোনায় দুর্বল অর্থনীতির কথা মাথায় রেখেই সুদের হার কমানো হল।
গ্রাহকদের প্রাপ্য ০.৩৫ শতাংশ সুদ মিটিয়ে দেওয়া হবে। কেউ বঞ্চিত হবে না তাদের প্রাপ্য থেকে। এই প্রাপ্য সুদ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলেও বৈঠকে কথা হয়েছে।
ডিসেম্বরের পর থেকে আবার পূর্বনির্ধারিত হারে সুদ পাবেন গ্রাহকরা। এ আই টি ইউ সি সেক্রেটারি সুকুমার দামলে জানিয়েছেন, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেছূ পূর্বনির্ধারিত সুদই দেবে ইপিএফও, তবে আপাতত দেওয়া হবে ৮.১৫ শতাংশ সুদ। বাকি ০.৩৫ শতাংশ ডিসেম্বরের মধ্যে দিয়ে যাওয়া হবে।