আমজনতার জন্য বড় সিদ্ধান্ত মোদী সরকারের! শুধু চাকরিজীবীরাই নয় এবার ইপিএফও অ্যাকাউন্ট খুলতে পারবে সবাই

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর:করোনা পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। এবার থেকে চাকুরীজীবী না হলেও খোলা যাবে ইপিএফও অ্যাকাউন্ট। এমন সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। এতে উপকৃত হবেন দেশের অসংখ্য মানুষ। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ সামাজিক ও আর্থিক নিরাপত্তা পাবেন। দোকানদার,ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ডাক্তার আইনজীবী সকলের এই সুবিধা পাবেন।

করোনার মতো সংকটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য অবশ্যই এটি বড় পদক্ষেপ। এবার থেকে স্বরোজগেরেও ইপিএফ-এর সুবিধা পাবেন। তারাও ইপিএফ একাউন্ট খুলতে পারবেন। তবে কবে থেকে এটি চালু হবে তা এখনও জানানো হয়নি।

মোদী সরকারের এই সিদ্ধান্তে দেশের প্রায় ৯০% মানুষ সামাজিক ও আর্থিক সুরক্ষা পাবেন। গত লোকসভা অধিবেশনে সামাজিক সুরক্ষা বিল পাস হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

আগে ১০ জনের বেশি কর্মী রয়েছে এমন সংস্থাই এই নিয়মের আওতায় আসতে পারতো। ইপিএফও স্কিমে ১৩% দিয়ে থাকে সংস্থা ও ১২% দেয় কর্মীরা। এবার থেকে স্বরোজগেরেরাও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের ২০ শতাংশ সঞ্চয় নিজেদেরই বহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *