Illegal fair, Rabindra Sarovar, রবীন্দ্র সরোবরে বেআইনি মেলার অভিযোগ পরিবেশপ্রেমীদের

আমাদের ভারত, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: রবীন্দ্র সরোবর কি ব্যক্তিগত মালিকানায় চলে গেছে? শুক্রবার এই প্রশ্ন তুললেন ওই সরোবরের সঙ্গে যুক্ত পরিবেশপ্রেমীরা।

গ্রিন ট্রাইব্যুনালের ঘোষিত একটি নিষেধে বলা হয়েছে সরোবরের মধ্যে কোথাও কোনরকম সামাজিক অনুষ্ঠান পালন করা যাবে না। পরিবেশপ্রেমী সমীর বোস এ কথা জানিয়ে অভিযোগ করেন, সরোবরের যেখানে সেখানে আনন্দমেলার গেট লাগানো হ’ল। লেকের এই অংশটি কলকাতা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে। কীভাবে আদালতের নিষেধকে অগ্রাহ্য করে কলকাতা লায়ন্স ক্লাব পরিবেশ বিরুদ্ধ এমন একটি সিদ্ধান্ত নিতে পারে? দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই আইনভঙ্গের জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *