আমাদের ভারত, কলকাতা, ২৭ অক্টোবর: পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে বাজেয়াপ্ত বেআইনি বাজির নিষ্ক্রিয়করণের দাবি জানাল পরিবেশবাদী একাধিক সংগঠন। বৃহস্পতিবার তাদের তরফে
পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিবের কাছে এই মর্মে আবেদন করা হয়েছে।
‘পরিবেশ আকাদেমি’-র সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়, ‘আইন সহায়তা কেন্দ্র’-র সদস্য শুভ্র সামন্ত এবং ‘ফোরাম এগেনস্ট অ্যান্টি কালচার’-এর সদস্য শংকর কুশারী আবেদনে লেখেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কালীপুজো এবং দীপাবলিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।
এরপর আসবে বাজেয়াপ্ত বাজিগুলিকে নিষ্ক্রিয়করণ করার পালা। এই নিষ্ক্রিয়করণ পদ্ধতি যদি বিজ্ঞানসম্মত না হয় তাহলে বায়ুমন্ডলে ভয়ংকরভাবে দূষণ ছড়িয়ে পড়বে। বছরখানেক আগে নৈহাটিতে এই ধরনের নিষ্ক্রিয়করণের কাজ করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই আমাদের আন্তরিক অনুরোধ, এই নিষ্ক্রিয়করণের কাজটি যেন বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্মত বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সবরকমের সাবধানতা নিয়ে করা হয়।