Environment Fair, শুরু হতে চলেছে ‘পরিবেশ মেলা ২০২৪’, চর্চা হবে মহিলাদের অবদান নিয়ে

আমাদের ভারত, ৭ ডিসেম্বর: আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর বড়বাজার চন্দননগরে অবস্থিত সবুজের অভিযান প্রাঙ্গণে হবে ২০তম পরিবেশ মেলা। আয়োজক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবেশ দফতর, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ‘সবুজের অভিযান’ এবং ‘পরিবেশ আকাদেমি’, চন্দননগর। সহযোগিতায় চন্দননগর পৌর নিগম ও ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠন।

এবারের পরিবেশ মেলার বিষয়- পরিবেশ বান্ধব জীবন চর্চা ও পরিবেশ আন্দোলনে মহিলাদের অবদান। পরিবেশ মেলা আয়োজিত হবে ড: কাদম্বরী গাঙ্গুলি নামাঙ্কিত নগরে ও ইলা ঘোষ মজুমদার নামাঙ্কিত মঞ্চ ও ড: অসীমা চট্টোপাধ্যায় নামাঙ্কিত প্রাঙ্গণে। এইবার মেলায় বিশেষ আকর্ষণ পরিবেশ কর্মশালা সহ পরিবেশ কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা আয়োজিত স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কমপক্ষে ৮৫টি সাংস্কৃতিক সংস্থার প্রায় সাড়ে তিনশোরও বেশি সংস্কৃতি কর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী মেলার একটি দিন সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপনের জন্য চিহ্নিত থাকবে।

পরিবেশ আকাদেমি, চন্দননগরের কার্যকরী সভাপতি কুণাল সেন এবং সবুজের অভিযান, বড়বাজার, চন্দননগর-এর সম্পাদক শিবনাথ লাঙ্গল এ খবর জানিয়ে শনিবার বলেন, এই বছর মেলায় যে পরিবেশ কর্মশালাটি আয়োজিত হতে চলেছে তাতে অংশগ্রহণ করবেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মোট ৬০ জনের মতো ছাত্র প্রতিনিধি। প্রতিদিনই পরিবেশ বিষয়ক বক্তব্য রাখার জন্য আসবেন বিশিষ্ট পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা।

এবারের পরিবেশ মেলার উদ্বোধন করা হবে ২১ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটেয়। রাজ্যজুড়ে বিভিন্ন রকমের সামাজিক কর্মকান্ডে যাঁরা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাঁদের সম্মানিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *