ENT specialists, India, চিকিৎসায় ভারতীয় রূপরেখা তৈরি করতে আগ্রহী ইএনটি বিশেষজ্ঞরা

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৫ জানুয়ারি: আমাদের দেশে চিকিৎসায় ভাল ফল পেতে গেলে ভারতের প্রেক্ষিতে একটি জাতীয় রূপরেখা তৈরি করতে আগ্রহী নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞরা।

আমাদের দেশে সাধারণত ইউরোপীয় বা আমেরিকান রূপরেখা মেনেই চিকিৎসা করা হয়। কিন্তু ওদেশের পরিবেশ, অ্যালার্জেন, মানুষের জিন প্রভৃতি সবই আলাদা। তাই শুরু হয়েছে নয়া ভাবনা। নাক- কান- গলার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের গবেষকরা এই রূপরেখা তৈরি করছেন।

দীর্ঘ ৯ বছর পর নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞদের ৭৭তম জাতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। ইএনটি বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গলজিস্ট অফ ইন্ডিয়ার (এওআই) এই বাৎসরিক সম্মেলন (এওআইকন-২০২৬) আগামী ৮-১১ জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

এওআই-এর জাতীয় সভাপতি ডা: দ্বৈপায়ণ মুখার্জি জানান, এই সব কর্মশালায় অসুখটির অত্যাধুনিক চিকিৎসা সংক্রান্ত আলোচনা ছাড়াও বিশ্বের কয়েক জন প্রবাদ প্রতীম অ্যালার্জি বিশষজ্ঞের তত্ত্বাবধানে তরুণ চিকিৎসকদের হাতে কলমে অ্যালার্জি পরীক্ষা বা ‘স্কিন প্রিক টেস্ট’-এর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এবিষয়ে অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার একটি রেডি রেকনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ করা হবে।

AOI- এর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও সম্মেলনের কার্য্যনির্বাহী সভাপতি ডা: উৎপল জানা জানালেন একই সঙ্গে ইএনটি চিকিৎসার মেডিকো লিগ্যাল দৃষ্টিকোণ নিয়ে আরও একটি পুস্তিকা প্রকাশ করা হবে। প্রতিটি চিকিৎসককে চিকিৎসার আইনগত দিকগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি।

এদেশের জনসংখ্যার কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষ ভার্টাইগোতে ভোগেন ও একশ আশি মিলিয়ন মানুষের মাথা ঘোরা, মাথা ঝিমঝিম প্রভৃতির সমস্যা আছে। এজন্য বিশ্বের অন্যতম সেরা চিকিৎসকদের উপস্থিতিতে ভার্টাইগো নিয়েও একটি সারাদিনব্যাপী আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে।

কসমেটিক ফেসিয়াল সার্জারি এখন ইএনটি চিকিৎসার একটি দিক। রাইনোপ্ল্যাস্টি (নাকের সৌন্দর্যায়ন ও পুর্নগঠন), ইয়ারলোব সার্জারি (কানের পুর্নগঠন) প্রভৃতি বিষয়ক একটি আলোচনাচক্রে পৃথিবীর এবিষয়ে পথিকৃত চিকিৎসক বৃটেনের ডা: উল্লাস রাঘবন উপস্থিত থাকবেন।

এসব ছাড়াও নাক- কান- গলার চিকিৎসা ও সার্জারির বিভিন্ন বিষয়ের চার দিনব্যাপী আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, জাপান, ব্রাজিল, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। AOICON-2026- এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ই জানুয়ারি বিকাল পাঁচটায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংস্থার পক্ষ থেকে ডা: উৎপল জানা সকলকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রন জানান। সোমবারের সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট চিকিৎসক ডা: অজয় খাওয়াস ও ডা: সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। বাংলার পক্ষে গৌরবের বিষয় যে অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গলজিস্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার ব্যবস্থাপনায় কলকাতায় এই জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *