আমাদের ভারত, মালদা, ১৯ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় দিনেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল।এবারের ঘটনা মালদার রতুয়ার। ঘটনায় ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাংলা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এবার দ্বিতীয় দিনে ইংরেজীপরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ। টিকটকের মাধ্যমে ইতিমধ্যেই তা ভাইরাল। বিধিনিষেধ এবং কড়াকড়ি থাকা সত্বেও মালদার রতুয়ায় এক ছাত্র পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে গিয়েছিল। অভিযোগ, প্রশ্নপত্র পাওয়ার পরই সকলের নজর এড়িয়ে টিকটক করে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় ওই পরীক্ষার্থীকে। জানাগেছে, ওই ছাত্রের নাম ওসমান আলী। বাহারাল স্কুলের ছাত্র সে। বৈদ্যনাথপুর স্কুলে সিট পড়েছিল তার।