জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুলাই: পূর্ব মেদিনীপুরের দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন অসমের
আইটি ইঞ্জিনিয়ার শুভাশীষ কর। বাবা সুজয় কর ও মা ফাল্গুনী করের অনুপ্রেরণায় আমফান দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী শুভাশীষ কর।
অখন্ড মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত “জনতার বাজার” কর্মসূচির মাধ্যমে শুভাশীষবাবুদের পাঠানো সাহায্য ত্রাণসামগ্রী হিসেবে পৌঁছে গেল হলদিয়া ব্লকের ব্রজলালচক, বাড়সুন্দরা, দক্ষিণচক, ইন্দ্রমনিচক, বাঁশখানা জালপাই, বালুঘাটা এলাকার ৭০টি পরিবারের হাতে। শুভাশীষবাবুর পূর্ব পরিচিত এবং মেদিনীপুর কুইজ কেন্দ্রের তরুণ সংগঠক শুভঙ্কর ভুঁইয়ার তত্ত্বাবধানে এবং শিক্ষক দিলীপ ঘোড়াই, ছাত্র সায়ন দাস, সৌরভ ভুঁইঞা, মিলন ভুঁইঞা, সুরজিৎ ভুঁইঞা, হাফিজুর রহমানের সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ সম্পন্ন হয়।