আমাদের ভারত, ১ নভেম্বর: শেষ ম্যাচে পাঞ্জাবকে নয় উইকেটে হারিয়ে দিয়ে আই পিএল শেষ করল চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে কিংস ইলেভেন পাঞ্জাব কে প্রথমে ব্যাটিং করতে পাঠায় চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে পাঞ্জাব ১৫৩ রান তোলে। পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল ওপেনিং জুটিতে ৪৮ রান তোলেন। কিন্তু লুঙ্গি নিগিডির বলে রাহুল (৩৮) এবং মায়াঙ্ক আগারওয়াল (২৬)আউট হতেই একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। এদিন গেইলকে মাত্র ১২ রানে ফিরিয়ে দিয়ে দলকে কিছুটা স্বস্তি দেন তাহির। গেইল এলবিডব্লিউ হয়ে আউট হন। শেষের দিকে চালিয়ে খেলে দীপক হুদা। তার হাত ধরেই দেড়শো রানের গণ্ডি পেরোয় পাঞ্জাব। হুদা ৩০ বলে চারটি ছয় এবং তিনটি চারের সাহায্যে অনবদ্য ৬২ রান তোলেন।
১৫৪ রানের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে খেলতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে দেয় চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড় ৪৯ বলে অপরাজিত ৬২ রান ও অম্বাতি রায়ডু ৩০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।
এদিন সি এস কের বিরুদ্ধে বড়ো ব্যবধানের জয়ের প্রয়োজন ছিল পাঞ্জাবের। আগের ম্যাচে রাজস্থানের কাছে হেরে চাপে পড়ে যায় পাঞ্জাব। এদিনের ম্যাচ হেরে যাওয়ায় ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের ম্যাচ শেষ করল তারা। আগেই আই পি এল থেকে বিদায় নিয়েছিল ধোনির চেন্নাই। পাঞ্জাবকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো ধোনির দল।