নীল বনিক, আমাদের ভারত, ২২ মার্চ: সকাল থেকেই কলকাতার ধর্মতলা চত্বর পুরোপুরি জনশূন্য। সকাল থেকেই ধর্মতলাতে দেখা মেলেনি কোনও মানুষের। এমনকি ফুটপাথে যারা থাকেন তারাও নিজেদের জায়গা ছেড়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে না।
রবিবার ছুটির দিনে করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য সকাল থেকে জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ডাকে মানুষ যে সাড়া দিয়েছে তা সকাল বেলায়ই ধর্মতলায় লক্ষ করা গিয়েছে। ধর্মতলায় কাজ চলা ইষ্ট–ওয়েষ্ট মেট্রের প্রকল্পের কাজ আজ পুরোপুরি বন্ধ। ধর্মতলা চত্বরের ফুটপাতে কোনও চায়ের দোকান পর্যন্ত খোলনি। হোটেল, রেস্তোরাঁ ফুটপাতের জামাকাপড়ের দোকান পুরোপুরি বন্ধ। চারদিকে শুধুই যেন নিস্তব্ধতা। ধর্মতলার রাস্তায় পিন পড়লেও যেন তার শব্দ পাওয়া যাচ্ছে। এককথায় প্রধানমন্ত্রীর জনতা কারফিউ পুরোপুরি সফল বলা চলে।