আমাদের ভারত, ৮ জানুয়ারি: মোদী গ্যারান্টির গাড়ি প্রত্যেকের দরজা এবং দেশের প্রতিটি কোণায় পৌঁছাচ্ছে। যে সব দরিদ্র মানুষরা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছেন, আজ তারা তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছেন। সরকার উপভোক্তাদের একেবারে দরজায় পৌঁছাচ্ছে এবং সক্রিয়ভাবে সুবিধা পৌঁছে দিচ্ছে। মোদী গ্যারান্টি গাড়ির সঙ্গে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছাচ্ছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার উপভোক্তাদের সঙ্গে কথোপকথনে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এটি শুধু সরকারের একটি যাত্রা নয়, এটি গোটা দেশের যাত্রা।
নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রা ৫০ দিন সম্পূর্ণ করেছে। তাই এই প্রকল্পে যারা সুবিধা পেয়েছেন তাদের সঙ্গে এদিন ভিডিও কনফারেন্সে কথা বলেন নরেন্দ্র মোদী। সেখানে এই সংকল্প যাত্রার উদ্দেশ্য কী তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকার চায় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যেন আগের প্রজন্মের মত জীবন যাপন করতে না হয়। ছোট ছোট দৈনন্দিন প্রয়োজনের চাহিদা মেটাতে আজও বহু মানুষকে লড়াই করতে হচ্ছে। দেশের বৃহৎ জনগোষ্ঠীকে সেই লড়াইয়ের থেকে বের করে আনাই তাঁর সরকারের লক্ষ্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সরকার দরিদ্র, কৃষক, নারী ও যুবদের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের কাছে দরিদ্র, কৃষক, নারী ও যুব এই চারটি সবচেয়ে বড় জাতি। অর্থাৎ দরিদ্র, কৃষক, নারী ও যুবদের ক্ষমতায়ন হলে দেশ শক্তিশালী হবে।
তিনি বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রধান লক্ষ্য, সরকারি প্রকল্পের সুবিধা থেকে কোনো যোগ্য সুবিধাভোগীকে বঞ্চিত না রাখা। এই যাত্রা শুরু হওয়ার পর থেকে সুরক্ষা বীমা যোজনা, জীবনজ্যোতি যোজনা, প্রধানমন্ত্রী সম্মান নিধির জন্য লক্ষাধিক আবেদন পত্র এবং উজ্জ্বলা সংযোগদের জন্য ১২ লক্ষ নতুন আবেদন গৃহীত হয়েছে। এছাড়া এক কোটি মানুষের টিভি
চেকআপ সহ দুই কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আয়ুষ্মান যোজনার কথা তুলে ধরে তিনি বলেন, দরিদ্রদের জন্য ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা প্রদান, বিনামূল্যে ডায়ালিসিস, জন ঔষধি কেন্দ্রগুলিতে কম দামে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা যোজনা প্রকল্প, কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। বিকশিত ভারত সংকল্প যাত্রা নিযুক্ত সরকারি আধিকারিক থেকে দলীয় কর্মীদের প্রশংসা করেন মোদী। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব পালন করতে আহ্বান জানান তিনি।