আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর কালেক্টরেট প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষ কর্মসংস্থান মেলা। প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক রশমি কোমল। উপস্থিত ছিলেন মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ সহ বিভিন্ন বণিক সংগঠনের কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ১২ টি সংস্থার ৩৭০ টি খালি পদের জন্য মোট ৪৬০০ জন কর্মপ্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে নির্বাচিত ৩৭০ জন কর্মপ্রার্থীর হাতে আগামীকাল অর্থাৎ রবিবার নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জেলাশাসক রশমি কমল জানিয়েছেন। দ্বিতীয় বর্ষের দুদিনের এই কর্মসংস্থান মেলা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।