আমাদের ভারত, হাওড়া, ২ নভেম্বর: প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উলুবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড: জয়ন্ত বন্দ্যোপাধ্যায় (৯২)। সোমবার ভোররাতে উলুবেড়িয়ায় নিজের বাসভবনে মৃত্যু হয় প্রবীণ শিক্ষাবিদের। জয়ন্ত বন্দ্যোপাধ্যায় প্রায় ৪৫ বছর উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের হাওড়া জেলার সভাপতির দায়িত্ব সামলেছেন।
প্রবীণ শিক্ষাবিদ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি পলাশ ভান্ডারি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়, উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, ওদের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।