আমাদের ভারত, রামপুরহাট, ১৭ নভেম্বর: বনদফতরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠল মল্লারপুর রায়পাড়ার বাসিন্দা পিয়াস মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সংবাদমাধ্যম ছবি করতেই গাছ কাটা বন্ধ করে গা ঢাকা দেয় অভিযুক্ত ব্যক্তি।
রবিবার দুপুরের দিকে বীরভূমের মল্লারপুরের শিববাড়ি লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে জেসিবি মেশিন দিয়ে গাছ কাটাচ্ছিলেন পিয়াস মণ্ডল। খবর পেয়ে সংবাদমাধ্যম ছবি তুলতেই জেসিবি নিয়ে পালিয়ে যায় চালক। পিয়াস মণ্ডল বলেন, “আমার নিজের জায়গা। তাই গাছ কাটাচ্ছি। গাছ কাটার সমস্ত রকম অনুমতি রয়েছে”। তবে তিনি অনুমতির কোনও প্রমাণ দেখাতে পারেননি।
স্থানীয় বাসিন্দা মিনতি লেট জানান, তারা দীর্ঘদিন থেকে ওই এলাকায় বসবাস করেন। সেখানে বেশ কয়েকটি প্রাচীন গাছ রয়েছে। সেই গাছ কাউকে না বলে কাটতে শুরু করেন মল্লারপুর রায়পাড়ার বাসিন্দা পিয়াস মণ্ডল নামে এক ব্যক্তি। আমরা বাধা দিলে তিনি কোনও কর্ণপাত করেননি।
এদিকে সংবাদমাধ্যম ছবি তুলতে শুরু করলে তিনি দেখে নেওয়ার হুমকি দেন। তবে ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান।
মল্লারপুর থানার ওসি বৃকোদর সান্যাল বলেন, “আমরা কাটা গাছ থানায় নিয়ে এসে বনদফতরতে খবর দেব”।
বনদফতরের মহম্মদ বাজার ব্লক রেঞ্জের আধিকারিক প্রশান্ত সরকার বলেন, “গাছ কাটতে গেলে সরকারি অনুমতির প্রয়োজন। তবে গাছ কাটার কোনও খবর আমার কাছে নেই। খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।