আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জানুয়ারি: জঙ্গল থেকে হাতির দল যখন তখন ক্ষেত খামারে এবং গ্রামে ঢুকে পড়ায় রূপনারায়ণ বনবিভাগের পক্ষ থেকে মঙ্গলবার ফের গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে হাতির অবস্থান উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী হাতি গুলি অবস্থান করছে —
রেঞ্জ: হুমগড়, বিট: বারোমেসিয়া, মৌজা: হদ্হদি, পাথরমারি, টাঙ্গাশোল, বড়শোল ও লগিনোহারি, দল হাতি ২০-২৫ টি।
রেঞ্জ: গোয়ালতোড়, বিট: গোয়ালতোড়, মৌজা: অনুশোল, স্থানীয় হাতি ২ টি।
রেঞ্জ: গোয়ালতোড়, বিট: গোয়ালতোড়, মৌজা: ধরমপুর, স্থানীয় হাতি ১ টি।
রেঞ্জ: গড়বেতা, বিট: ধাদিকা, মৌজা: শালডাঙ্গা ও গিলাবনি সীমান্ত এলাকা, দল হাতি ৬ টি।
রেঞ্জ: গড়বেতা, বিট: ধাদিকা, মৌজা: খড়িকাসুলি, দল হাতি ২ টি।
রেঞ্জ: মহালিশাই, বিট: মাহালিসাই-২, মৌজা: করাসাই, দল হাতি ২০-২৫ টি।
এছাড়াও ৮-১০ টি হাতি নয়াবসত রেঞ্জ এর বীরপাথরি, বনকুমারী, এলাকায় অবস্থান করছে যেটি মাহালিশই রেঞ্জ এর সীমান্তবর্তী এলাকা। এলাকাবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রূপনারায়ণের বিভাগীয় বনাধিকারিক।