আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ জানুয়ারি: ঝাড়্গ্রাম বনবিভাগের গিধনি রেঞ্জের আমতলিয়া বিট অফিস এলাকার ঝাড়খন্ড রাজ্য সীমানার পাশাপাশি কিছুদিন ধরে ঘুরে বেড়ানো একটি অসুস্থ হাতিকে ঝাড়গ্রাম শহরের জুলজিক্যাল পার্কে নিয়ে আসা হয়েছে। পার্কের রেসকিউ সেন্টারে গতকাল রাত থেকে হাতিটির চিকিৎসা শুরু করেছেন বনবিভাগের চিকিৎসকেরা।
মঙ্গলবার বিকেলের পর আমতলিয়া বিট অফিসে পৌঁছান বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন জলদাপাড়া থেকে আসা দুজন মাহুত এবং একজন বন্যপ্রাণ বিশেষজ্ঞ। তাদের সহযোগিতায় হাতিটিকে প্রথমে ঘুমপাড়ানি গুলি করা হয়। এরপর বিট অফিসের সামনে থেকে হাতিটিকে গাড়িতে তুলে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নিয়ে আসা হয়।
রাজ্যের অন্যতম বন্যপ্রাণ বিশেষজ্ঞ সুব্রত পাল চৌধুরী জানিয়েছেন, শারীরিকভাবে হাতিটি অসুস্থ রয়েছে। জুলজিক্যাল পার্কের রেসকিউ সেন্টারে গতকাল রাত থেকে তার চিকিৎসা শুরু হয়েছে। হাতিটি বেশ কয়েকদিন ধরে আমতলিয়া গ্রামের খুব কাছাকাছি অবস্থান করছিল। এরফলে এলাকাবাসীদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল হাতিটির। হাতিটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর এলাকার মানুষের কিছুটা মন খারাপ হলেও রাজু মান্ডি, তপন হাঁসদা, মামনি হেমরমরা বলেন, হাতিটিকে যেখানেই নিয়ে যাক যেন ভালো থাকে। তার চিকিৎসা করার পর সে সুস্থ হয়ে উঠলে আমাদের সকলেরই ভালো লাগবে।