আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মে: পূর্ব মেদিনীপুর জেলা থেকে ফিরে আসা চার জন শ্রমিক কোয়ারেন্টাইনে থেকেও হাতির আতঙ্কে জেগে রাত কাটাচ্ছেনl খড়গপুর থেকে মাস কয়েক আগে কয়েকজন যুবক পূর্ব মেদিনীপুর জেলায় কাজে গিয়েছিলেনl লকডাউনেরপর কাজ বন্ধ হয়ে যাওয়ায় এবং পরে ওই জেলা রেড জোনের আওতায় চলে আসায় তাঁরা খড়গপুর গ্রামীণ থানা এলাকায় তাদের হরিয়াতাড়া গ্রামে ফিরে আসেন।
কিন্তু তারা রেড জোনে বেশ কিছুদিন থাকায় গ্রামে ঢুকতে বাধা দিয়ে গ্রামবাসীরা তাদের গ্রামের বাইরে জঙ্গলের ধারে তাবু খাটিয়ে ১৪ দিনের জন্য থাকার ব্যবস্থা করে দেনl গ্রামটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ঘন জঙ্গল ঘেষা এবং হাতি করিডোরের মধ্যে হওয়ায় হাতির দল খাবারের খোঁজে মাঝেমধ্যেই ওই এলাকায় ঢুকে পড়েl কিন্তু উপায়ান্তর না থাকায় গ্রামবাসীদের করোনা সংক্রমনের ভয় এবং এই হাতির হানার আতঙ্ক নিয়েই জঙ্গলের ধারে এলিফ্যান্ট করিডোরের মধ্যে তাবু খাটিয়ে থাকতে বাধ্য হচ্ছেন ভীম টুডু, মঙ্গল হাঁসদা, মিত্তন মান্ডি ও সুনিল মান্ডি নামে চার যুবকl
মঙ্গল ও মিত্তন জানিয়েছেন, জঙ্গলের ধারে হাতির ভয়ে তারা প্রতিদিন পালা করে রাত জাগেনl সরকার তাদের জন্য যদি কোনো সরকারি স্কুলে বা অন্য কোনো ভবনে থাকার ব্যবস্থা ব্যবস্থা করে দেয় তাহলে অন্তত হাতির হানা থেকে রক্ষা পাওয়া যাবেl জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাদের পার্শ্ববর্তী কোনো সরকারি স্কুলে থাকার ব্যবস্থা করা হবেl